A few lines about myself you can definitely ignore
পেশায় আমি একজন অতি নিম্ন মধ্যবিত্ত পদার্থবিদ। এই পদার্থবিজ্ঞানের সাথে আসল পরিচয় ক্লাস সেভেন থেকে। সেই স্নেলের সূত্র আজও দিব্যি রোদ পোহাচ্ছে, পুনঃশিলীভবনের চোটে বরফ আজও চিপকে যাচ্ছে, বাল্বের ফিলামেন্ট আজও রেগে মেগে জ্বল জ্বল করছে। যাইহোক, কোনোরকম ভাবে ইস্কুল পাস করে কলেজেও সেই পদার্থ নিয়েই পড়লাম। তারপরে পাশের বাড়ির জেঠু খারাপ বলবে ভয়ে মাস্টার্সও করলাম। তারপরে "কি করা উচিত", এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পিএইচডি করে ফেললাম। ডিগ্রী পেলাম, কিন্তু উত্তর পেলাম না। অগত্যা, ঢুকে পড়লাম পোস্টডক করতে। ফরাসিদের দেশে এসে বোজো মেসি করতে করতে ওই প্রশ্নটাই হারিয়ে যাই মাঝে মাঝে। হঠাৎ করে মনে পড়লে একটু ভয় হয়, ঘাম ঝরে খানিক। ব্যাস, এভাবেই চলে যাচ্ছে জীবন। চার্জ এবং প্যারিটি এর ভায়োলেশন নিয়ে একটা কাজ করি আপাতত। এর আগে একটা হিগ্গিস বোসন যে দুটো হিগ্গিস বোসন কে পয়দা করতে পারে, তার খোঁজে যুক্ত ছিলাম। পাওয়া খুব কঠিন, তবুও সবাই যখন খুঁজছে দেখলাম, আমিও একটু কোনাকাঞ্চিতে দেখে নিলাম। যাইহোক, এখন যা খুঁজছি, সেটাও কম যায়না। আসলে সে এক বাঘা প্রশ্ন এই ব্রহ্মান্ডের, আর তার উত্তর গাদাগুচ্ছের লোকজন খুঁজে চলেছে। কিন্তু আজও সেই "কি করা উচিত" ই "ক" পেয়ে বসে আছে। কৃত্তিম বুদ্ধিমত্তার যুগ এখন। এগিয়ে থাকে, এগিয়ে রাখে, এমন টাইপ এর মন্ত্র কানের পেছনে বাজতে থাকে বলে মেশিন লার্নিং এর কিছু সামান্য খেলা নিয়ে বেশ আগ্রহ হয়। কি আর করব !! সবাই খেলছে, তাই আমিও একটু মাঠে নেমে ডিগবাজি খাওয়ার চেষ্টা করছি। এই সব পদার্থ ঘেঁষা কাজ বাদে মাঝে সাঝে ছবি তুলি। মানছি অগামগা তুলি, তবুও ভাল্লাগে বেশ, মাঝে মাঝে মনে হয় ওই পুরোনো প্রশ্নের উত্তরটা যেন কাছে আসছে। কিন্তু আবার পরের দিনই ডাটা মন্টে-কার্লোর রঙিন সৈনিকরা মহড়া সাজিয়ে তৈরী ... এসবের ঠেলায়, "কি করা উচিত" আজ কাল বলে ওঠে "কি করে তৈরী থাকা উচিত"
তাই আপাতত এক অজানা অন্ধকার অস্পষ্ট কারণের জন্য তৈরী থাকছি ।।।